আসাদুজ্জামান: আলীপুরে আছিয়া
খাতুন (২৪) নামে এক গৃহবধুর বস্তাবন্দি লাশ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আছিয়ার স্বামী আমজেদ আলী গাজীসহ দুইজনকে আটক করেছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আগুনপুর একটি ঘেরের পাড় থেকে ওই গৃহবধুর মাটিচাপা দেয়া বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, আছিয়া খাতুনের স্বামী চাপারডাঙ্গী গ্রামের আদর আলী ছেলে আমজের আলী গাজী ও তার বন্ধু সাইদুল। নিহত আছিয়া খাতুনের পিতা আব্দুল খালেক জানান, প্রায় সাতবছর আগে আমজের আলীর সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের দুটি শিশু পুত্র রয়েছে। সোমবার সকালে জামাই মেয়েকে বলে বাজার করতে আলিপুর বাজারে চলো। সেই হিসেবে জামাই মেয়ে বাজারে আসে। বাজারে এসে জামাই বলে সুমনের মৎস্য ঘেরে মাছ ধরছে সেখান থেকে মাছ কিনে বাড়ি নিয়ে যাব। বাজার থেকে তারা সুমনের মৎস্য ঘেরে যায়। মৎস্য ঘেরে কাউকে না পেয়ে জামাই মেয়েকে লোহার রড দিয়ে মেরে লাশ বস্তাবন্দি করে ঘেরের একটি বেড়িবাধের পাশে মাটিতে পুতে রাখে। মৎস্য ঘেরের লোকজন এসে রক্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আছিয়া খাতুনের পুতে রাখা লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আছিয়ার স্বামীসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত দুজনই হত্যার বিষয়টি স্বীকার করেছে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।