কালিগঞ্জ

শিক্ষার্থীদের মেধাকে মানব সভ্যতার কল্যাণে কাজে লাগাতে হবে – অধ্যাপক ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

November 12, 2017

তরিকুল ইসলাম লাভলু : নলতা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে অধ্যাপক রুহুল হক এমপি সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, শিক্ষার্থীদের মেধাকে মানব সভ্যতার কল্যানে কাজে লাগাতে হবে। আমরা তোমাদেরকে এই সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুনাবলীর সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়। তিনি আরও বলেন, দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবে ততো দিন বিনামূল্যে বই বিতরণ করা হবে। বিগত দিনে অন্য কোন সরকার এটি কোনদিন করতে পারেনি। শিক্ষাখাতের উন্নয়ন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসময় উপস্থিত ছিলেন-সংসদ প্রতিনিধি সম্ভুজিৎ সরাকার, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইদুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিীন, সাবেক ইউপি সদস্য মাসুদুল হক ডালিম, এ্যাড. আব্দুল জব্বারসহ স্কুললের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।