ফিচার

সাতক্ষীরায় তাঁতীলীগের ব্যানারে জবরদখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ

By Daily Satkhira

November 12, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সাইনবোর্ড ঝুলিয়ে প্রাণসায়র খালের দখল করা চরের উপর অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিনের নেতৃত্বে এসব অপসারণ করা হয়। সাতক্ষীরা শহরের রাধানগরের কয়েকজন বাসিন্দা জানান, সাবেক পৌর মেয়র এমএ জলিলের বাড়ির সামনে খালের পূর্ব পাশের চর দখল করে শুক্রবার সকালে বাংলাদেশ তাঁতী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাইনবোর্ড টাঙিয়ে দেয়। পরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়ার জন্য সংগঠনটির সভাপতি মীর আজাহার আলী শাহীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান এর নেতৃত্বে ৩০/৩৫জন ২০০ হাত লম্বা ও ২৫ হাত চওড়া চর দখল করে বাঁশ দিয়ে চাল নির্মাণ করে। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে চালের নীচে কয়েকটি কাঠের চৌকি বসানো হয়। জবরদখলে বাধা দেওয়ার পৌর সহকারি তহশীলদার কান্তিলাল সরকার ও ওই অফিসের কর্মী সুরেন রায় ও আব্দুল গফুরকে লাঞ্ছিত করে। এ নিয়ে প্রশাসনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদিও তাঁতীলীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে স্টল দেওয়ার নাম করে টাকা নেওয়া ও তিনজন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগটি অস্বীকার করেন। এ ব্যাপারে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন জানান, প্রাণসায়র খালের দু’ধার জবরদখলমুক্ত করে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য শনিবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বাকি কাজ শেষ করতে এলাকার সকলকে আন্তরিক হতে হবে।