আন্তর্জাতিক

ইরাকে আইএসের দখলমুক্ত এলাকায় গণকবর

By Daily Satkhira

November 12, 2017

ইরাকের হাউইজা শহরের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে কমপক্ষে ৪০০ লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির কিরকুক প্রদেশের গভর্নর রাকান সাইদের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসেও শহরটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে ছিল। সেই শহরের একেবারে কাছে একটি বিমানঘাঁটিতে লাশগুলো পাওয়া গেছে।

ওই লাশগুলোর কয়েকটির পরনে বেসামরিক লোকজনের পোশাক ছিল। আর কিছু ব্যক্তির শরীরে বিশেষ ধরনের পোশাক ছিল, যেগুলো মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিভিন্নজনকে পরাত আইএস জঙ্গিরা।

রাকান সাইদের ভাষ্য, ওই ঘাঁটিটিকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্র বানানো হয়েছিল’।

সেনা কর্মকর্তা জেনারেল আল-লুয়াইবি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সেনারা গণকবরের সন্ধান পান।

ইরাকে একসময় আইএসের দখলে থাকা বিভিন্ন এলাকায় বহু গণকবরের সন্ধান পেয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বছর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গণকবরের একটি জরিপ প্রকাশ করে।

ওই জরিপে দেখা যায়, ৭২টি এলাকায় থাকা এসব গণকবরে পাঁচ হাজার ২০০ থেকে ১৫ হাজারের মতো লাশ থাকতে পারে।

ওই জরিপ প্রকাশের সময় থেকেই একের পর এক শহর আইএসের দখলমুক্ত করে সেনারা।

রাজধানী বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত হাউইজা। ২০১৩ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে ছিল শহরটি।