কালিগঞ্জ

কালিগঞ্জে সুজন-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

November 12, 2017

কালিগঞ্জ ব্যুরো : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গনতন্ত্রের রক্ষাকবজ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজনের পথচলা ও আগামির প্রত্যাশা শীর্ষক ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন কালিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে রোববার সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম। সুজন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, ইলাদেবী মল্লিক, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, সদস্য ডাঃ শফিকুল ইসলাম বাবু, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমুখ। এসময় বক্তরা বলেন সকল দলের অংশ গ্রহনে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলের কাম্য। সুজন সারাদেশ ব্যাপি এই কাজটি করার জন্য জনসচেতনতায় কাজ করছে। সারাদেশের ন্যায় কালিগঞ্জেও দল নিরপেক্ষ এ সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ম থেকেই কাজ করে যাচ্ছে। সকল ক্ষেত্রে সরকারের সাথে আলোচনার মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। হাটি হাটি পা-পা করে ১৫ বছরে পেরিয়ে গেছে এই স্বায়িত্বশাসিত সংগঠনটি।