প্রেস বিজ্ঞপ্তি : বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বয়স ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুর হোসেন সজল ও ১২ নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার সুধীজন। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ আব্দুর রহিম অনুষ্ঠান উদযাপনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে নিবন্ধান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধান সম্বনয়কারী আব্দুর রহিম, মঈনদ্দীন, শিক্ষক অরুপ, শফিক, আব্দুল কাদের, আব্দুল আলিম, মনিরুল ইসলাম, কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, উত্তম কুমার গাইন, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমানসহ প্রাক্তণ ছাত্র-ছাত্রীবৃন্দ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার বিদ্যালয়টির ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। অত্র বিদ্যালয়ের প্রাক্তন সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের যথাসময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন ও সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।