নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শিয়ালডাঙ্গায় পারিবারিক শত্রুতার জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গৃহবধূর নাম নার্গিস নাহার(৩০)। সে শিয়ালডাঙ্গা গ্রামের মাহবুবার ইসলামের স্ত্রী। এ ঘটনায় ঐ গৃহবধদূর এক চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মাহবুবার রহমান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, পারিবারিকসূত্রের জের ধরে শনিবার সকাল ৬টার দিকে শিয়ালডাঙ্গা গ্রামের মৃত ইরাজ সরদারের ছেলে আঃ আজিজ, তার ছেলে আবু দায়ান, মনিরুল ইসলাম ,দায়ানের স্ত্রী ঝর্ণা বেগম, আব্দুস সোবহানের স্ত্রী রাবেয়া খাতুন দলবদ্ধ হয়ে মাহবুবার রহমানের বাড়িতে যায়। এস সময় মাহবুবার রহমান বাড়িতে না থাকার সুযোগে তারা নার্গিস নাহারের শয়নকক্ষে প্রবেশ করে তাকে উপর্র্যুপুরি পিটাতে থাকে। এ সময় তারা নার্গিসের নাহারের বাম চোখে মারাত্মক আঘাত করলে চিৎকার করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। পরে সংবাদ পেয়ে মাহবুবার রহমান বাড়ি এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হ্সাপাতালে ভর্তি করে। তার বামচোখটির অবস্থা খুবই খারাপ। নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আব্দুল আজিজ সরদারের ছেলে দায়ান সরদারের ০১৭৩৯০০৪১৭৯ মারপিটের বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের ইচ্ছা হয়েছে তাই মেরেছি। ওরা যা পারে তাই করুক। এছাড়া আমি ব্যস্ত আছি বলেই মোবাইলের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।