কালিগঞ্জ

কালিগঞ্জে স্বপ্ন প্রকল্পের ২য় চক্রের যাত্রা শুরু

By Daily Satkhira

November 13, 2017

কালিগঞ্জ ব্যুরো : সম্মিলিত প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ গুলো গ্রামীন দরিদ্র মহিলা ও অসহায় জনগোষ্ঠির কাছে পৌছে দেয়া ও তাদেরকে আকস্মিক সংকট থেকে রক্ষা করা হয়। এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার গ্রামীণ হতদরিদ্র মহিলাদের ভাগ্য উন্নয়নে স্বপ্ন প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু হয়েছিল ২০১৫ সালের ১৬ আগস্ট। এলজিডি ও ইউএনডিপি‘র যৌথ সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের প্রনীত স্বপ্ন প্রকল্প সামাজিক নিরাপত্তা বেষ্টনির একটি অগ্রসর ধারা। এই প্রকল্পের দ্বিতীয় চক্রের কার্যক্রম রোববার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদে এ প্রকল্পের কার্যক্রম উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা রাজ প্রসাদসহ ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে মথুরেশপুর ইউনিয়ন পরিষদে স্বপ্ন প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদ্জ্জুামান। কুশলিয়া ইউনিয়ন পরিষদে প্রকল্পটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা, গ্রাম পুলিশ, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রকল্পের মেয়াদ শেষে এসব হতদরিদ্র গ্রামীণ মহিলাদের দক্ষ কর্মী অথবা ক্ষুদ্র ব্যবসায়ি হিসাবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রকল্পটির ১৮ মাস মেয়াদ কালে উপকারভোগী মহিলাদের নেতৃত্ব উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি, নারী অধিকার, জেন্ডার উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও ব্যবস্থাপনা, সহজ হিসাব শিক্ষণ ও কারিগরী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ফলে এ সকল হতদরিদ্র পরিবার তাদের চাকুরীর মেয়াদ শেষে খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার মান সমুন্নত রাখতে সক্ষম হবে।