খুলনা

পাইকগাছার দক্ষিণ কাইনমূখি রাস্তার বেহাল দশা

By daily satkhira

October 18, 2016

পাইকগাছা প্রতিনিধি :     পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমূখি আদর্শ বালিকা বিদ্যালয়ে আসা যাওয়ার সরকারি কেয়ারের রাস্তাটি ভেঙ্গে পানির সাথে মিশে গেছে। দেখার কেউ নেই। শিক্ষার্থীরা সহ এলাকাবাসী চরম বিপাকে। রাস্তার উপর ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভূক্তভোগীমহল। জানা যায়, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা স্লুইচ গেটের খালের দু’পাশ দিয়ে দুটি সরকারি কেয়ারের রাস্তা রয়েছে। খালের দুপাশে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ পাশে রয়েছে আদর্শ বালিকা বিদ্যালয়। এলাকার প্রায় এক দেড় শত ছাত্রী ঐ রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। উক্ত রাস্তা দুটির পাশে রয়েছে অসংখ্যা মৎস্য লীজ ঘের। ঘের মালিকদের অবহেলায় রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। বালিকা বিদ্যালয় সংলগ্ন আব্দুল মজিদ সানার লীজ ঘেরের পানিতে ভেঙ্গে গেছে সরকারি কেয়ারের রাস্তা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। শুধু শিক্ষার্থী নয় উক্ত এলাকার জনসাধারণের বাড়ি থেকে বাইরে আসতে হলে সাথে করে গামছা নিয়ে আসতে হয় বলে এলাকাবাসী জানান। প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ রায় জানান, ইউপি চেয়ারম্যান, ঘের মালিক মজিদ সানা, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে ধন্যা দিয়ে কোন ফল পাওয়া যায়নি। পরিশেষে কোন পথ না পেয়ে শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেছি। বাঁশের সাকো পার হয়ে ঝুকিপূর্ণভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। প্রতিনিয়ত কোন না কোন শিক্ষার্থীকে বই খাতা সহ সাঁকো থেকে নিচে পড়ে যেতে দেখা যাচ্ছে। কাঁদা মাটি মেখে তাদের বিদ্যালয়ে আসতে হয়। এ দিকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ঘের মালিকদের রাস্তা সংস্কারের নির্দেশন দেওয়া হলেও কোন কাজ হয়নি। বালিকা বিদ্যালয় সংলগ্ন কেয়ারের রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভূক্তভোগী মহল।