কলারোয়া

কলারোয়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

November 14, 2017

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা এবং চোরাচালান নিরোধ কমিটির সভাসহ উপজেলা পরিষদের বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে ওই মাসিক সভাগুলো অনুষ্ঠিত হয়। সেখানে পৃথক অনুষ্ঠানে পিইডিপি-৩ এর অর্থানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসেসটিভ (হুইল চেয়ার, চশমা, বিশেষ ধরণের জুতা, ক্রাচ, শ্রবণ যন্ত্র) বিতরণ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘এডভোকেসি সভা’র আয়োজন করা হয় বিনামূল্যে শিশুদের চোখের ছানি ও অন্যান্য অপারেশনের সুযোগ এর জন্য। সেটি সাইটসেভার্স এর অর্থায়নে ব্রাক ও সদর হাসপাতাল, সাতক্ষীরার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। তাছাড়া উপজেলার মাসিক এনজিও সমন্বয় সভাও অনুষ্ঠিত হয় সেখানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে সভা ও অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, শেখ ইমরান হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, কাকডাঙ্গা, মাদরা, হিজলদি ও চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডারগন প্রমুখ।