স্বাস্থ্য

সাতক্ষীরায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

By Daily Satkhira

November 14, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সরকারি ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধসহ সাত দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরায় দেশপ্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা দেশ প্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, মানবতার তরুণ সংস্থার সহ-সভাপতি রাসেল মোল্লাহ, সহ-সভাপতি নাজমুল সাকিব, সাধারণ সম্পাদক হাসেম চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারনে রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারনে ভুল চিকিৎসায় অনেক রুগীর মৃত্যুও হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। নার্সদের দিয়ে হাসপাতাল পরিচালনা করা, বিশেষজ্ঞ ডাক্তারদের সাইনবোর্ড লাগিয়ে রোগীদের সাথে প্রতারোনা করা হচ্ছে। অবিলম্বে সরকারের এ সকল বিষয়ে গুরুত্ব দেয়ার আহবান জানান বক্তারা।