মোস্তফা কামাল শ্যামনগর : ‘হাত ধোয়ার অভ্যাস গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনেরেখে শ্যামনগরে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০১৬ উদযাপিত হয়েছে। গত ১৮ই অক্টোবর সাতক্ষীরা শ্যামনগরের আটুলিয়া, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ২(দুই)টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও একটি মাদ্রাসার ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি অংশ গ্রহণ করেন। দাতা সংস্থা চ্যারিটি ওয়াটারের অর্থায়নে ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এবং সুশীলনের ওয়াশ প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগরের ৬৬নং বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়,৭০ নং হেতালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসায় পালিত হয়েছে বিশ্ব হাতধোঁয়া দিবস। স্কুল ও মাদ্রাসা গুলোতে র্যালি,আলোচনা ও হাত ধোঁয়ার উপর প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকাগণ, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ,সুশীলনের কর্মকর্তাবৃন্দ। ৬৬নং বড়কুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১০নং আটুলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের ওয়াশ প্রকল্পের প্রজেক্ট অফিসার নিরন্দ্রে নাথ রায়, রেজিলিয়েন্স প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাসিনা মিয়াজী, শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, ইন্টারন্যাশনাল সংস্থা এ সি এফ এর কান্ট্রী ডাইরেক্টর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। আলোচনা সভায় বক্তাগন বলেন, মানুষের শতকরা ৯৫ভাগরোগ তৈরি হয় নিরাপদ পানি,নিরাপদ পায়খানা ও ব্যক্তিগত স্বাস্থ্য অভ্যাস চর্চার অভাবে। প্রতি বছর হাজার হজার শিশু এই অপরি¯কার-অপরিছন্নতার জন্য বিভিন্নরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই জন্য প্রতিটি পরিবারে সকলে সাবান ও পরিস্কার পানি দিয়ে হাত ধুয়েযেকোন খাদ্য-খাবার গ্রহণ ও মলত্যাগের পর অবশ্যই সাবান-পানি দিয়ে দুই হাত কমপক্ষে ১৫থেকে ২০সেকেন্ড ঘষে ধুঁয়ে ফলতে হবে। আলোচনা শেষে স্কুল মাঠে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।