সাতক্ষীরা

শিবপুরে এনসিটিএফ, পিএসকেএস ও সেভ দ্য চিলড্রেন প্রতিনিধিদের মতবিনিময়

By daily satkhira

October 18, 2016

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিবপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মেহেরপুর জেলার এনসিটিএফ, পিএসকেএস ও সেভ দ্য চিলড্রেন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫নং শিবপুর ইউনিয়ন পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স ও সেভ দ্য চিলড্রেন এর  সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা নাসিদুল হক, চাইল্ড লেড অ্যাডভোকেসি পলিসি’র সিনিয়র অফিসার আবু জাফর মোহাম্মদ হোসেন, আফরোজা আক্তার বানু, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রোগ্রাম ম্যানেজার ড. তারেকুজ্জামান, শিশুদের জন্য প্রকল্পের প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, পিএসকেএস এর টেকনিক্যাল অফিসার হোসনা বানু রানী, মেহেরপুর উপজেলা ভলান্টিয়ার মো. আব্দুল মান্নাফ, শিবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. মজনু গাজী সহ মেহেরপুর জেলার এনসিটিএফ নেতৃবৃন্দ। এসময় অতিথিবৃন্দ সদর উপজেলার শিশু বান্ধব স্থানীয় সুশাসন ব্যবস্থার অংশ হিসেবে শিবপুর ইউনিয়নে চলমান অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া, শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া, শিশু বান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠায় তারা কী কী কাজ করে, প্রতিবন্ধকতা কী কী, এলাকার সমস্যাগুলো কিভাবে সমাধান করে, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের ভূমিকা, ওয়ার্ড সভা, ডায়ালগ সভায় শিশুদের অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে মতবিনিময় করেন। অতিথিবৃন্দ ইউনিয়নে চলমান শিশু বান্ধব সুশাসন প্রতিষ্ঠার এসব প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে একাজ গুলি মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন’র সিনিয়র প্রকল্প কর্মকর্তা হাসান সিদ্দিকী মিলন, এনসিটিএফ প্রতিনিধি শহিদুল ইসলাম শান্ত, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, প্রোজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু, পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু বিষয়ক স্টান্ডিং কমিটির সভাপতি মোছা. রওশন আরা বানু, ইউপি সদস্য মো. আজহারুল ইসলাম, ইয়ূথ ভলান্টিয়ার খাদিজা সুলতানা সহ সকল ইউপি সদস্যবৃন্দ।