ফিচার

বাল্যবিবাহ প্রতিরোধ ও হাইজেনিক সচেতনতায় ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে আলোচনা সভা

By Daily Satkhira

November 14, 2017

ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ো:সন্ধিকালীন হাইজেনিক সমস্যায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, ব্রেকিং দ্য সাইলেন্স’র শরিফুল ইসলাম, সহকারি শিক্ষক হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শিক্ষার্থী সুমাইয়া সুলতানা আখি, শিমলা বিশ্বাস, জাকিয়া সুলতানা প্রমুন। আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সাবান ও ন্যাপকিন প্রদান করেন অতিথিবৃন্দ। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস বিজ্ঞপ্তি