আশাশুনি

কাদাকাটিতে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে দরগাহপুর স্পোর্টিং ক্লাব জয়ী

By Daily Satkhira

November 15, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। হাজারও দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় এই খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় আ’লীগ নেতা বিমল কৃষ্ণ গাইন, সাবেক শিক্ষক আলহাজ্ব মহররম আলী মালী, রজব আলী সরদার, সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হক, আলহাজ্ব ডাঃ গাওছুল হক, জগদীশ চন্দ্র সানা, আবুল কালাম আজাদ, সাবেক মেম্বর আঃ হান্নান সরদার, কাদাকাটি বালিকা বিদ্যালয়ের সভাপতি মোসলেম আলী মালী, প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, মেম্বর আবু হাসান বাবু, আলমগীর হোসেন আঙ্গুর, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সম্পাদক মোবাশ্বিরুল হকসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধের প্রথম দিকে ১টি গোল করে দলকে এগিয়ে রাখেন কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় আক্রমন পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে ১টি গোল করে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ সমতায় ফেরে। ফলে ১-১ সমতায় খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে দরগাহপুর স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে কলাগাছি কালিমাতা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন অহেদুজ্জামান বাবলু, আসাদুল হক ও ইয়ামিন হোসেন।