কালিগঞ্জ

রংপুরে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

By Daily Satkhira

November 15, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : রংপুরের ঠাকুরবাড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সজল মুখার্জী, প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কার, মথুরেশপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন চন্দ্র লস্কর, ধলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^জিৎ ঘোরামী, রতনপুর ইউনিয়ন শাখার সভাপতি হিমাংশু ঘোষ, কৃষ্ণনগর শাখার সাধারণ সম্পাদক দীপক হালদার, বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গোপাল মন্ডল প্রমুখ। সভায় বক্তারা রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এসময় তারা কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের হাতে সংখ্যালঘু বিধবা নারী শ্লীলতাহানি হওয়ায় এবং দু’যুবককে একই দড়ি দিয়ে খুঁটিতে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত চেয়ারম্যানসহ তার সহযোগীদের শাস্তি দাবি করেন। বক্তারা এ ঘটনায় আদালতে দায়ের হওয়া মামলার তদন্তে কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন এবং তার বিপক্ষে কঠোর আন্দোলন করবেন বলে বক্তারা কড়া হুশিয়ারি ব্যক্ত করেন।