নিজস্ব প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে কলারোয়ায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সচেতনতা, খাদ্যভ্যাসে পরিবর্তন ও শারীরিক পরিশ্রমের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। ‘শৃংখলাই জীবন’ স্লোগানে ‘আগামিকে পরিবর্তন করতে আজই পদক্ষেপ নিন’ শীর্ষক প্রতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক শেখ তোজাম্মেল হোসেন মানিক, সদস্য জাহিদুর রহমান খাঁন চৌধুরী, রমজান আলি, কোষাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম, ম্যানেজার শেখ বদিউজ্জামান, ডা. দেবী প্রসাদ, পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মনজুর করিম, মাসুদ পারভেজ, মাস্টার অনুপ কুমার, আব্দুল ওহাব মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বের হওয়া বর্ণাঢ্য র্যালীটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।