কালিগঞ্জ

চাম্পাফুল-তারালী ক্লাস্টারের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্তদের সম্বর্ধনা

By Daily Satkhira

August 25, 2016

আমিনুর, চাম্পাফুল প্রতিনিধি: ২৪ অগাস্ট বিকাল ৩টার সময় চাম্পাফুল ও তারালী ইউনিয়নের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্তদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিম মোড়লের সভাপতিত্বে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং চাম্পাফুল-তারালী ইউনিয়নের ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত অফিসার শেখ ফারুখ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুজ্জামান। প্রধান অতিথি উপস্থিত কৃতি ছাত্রছাত্রীদের পরবর্তীতে এই কৃতিত্ব ধরে রাখার জন্য লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষার উপর জোর দেওয়ার জন্য আহবান জানান। তিনি আরো বলেন তোমরা বাল্যবিবাহকে না বলবে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করে ভবিষ্যতে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে এ অঙ্গীকার জননেত্রী শেখ হাসিনার। উক্ত অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালরেয়র প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বাথুয়াডাঙ্গা স.প্রাবির প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ঘুশুড়ী স.প্রাবির প্রধান শিক্ষক নিবেদীতা সাধু, রাজাপুর স.প্রাবির প্রধান শিক্ষক এম. মনছুর আলী, তেতুলীয়া স.প্রাবির প্রধান শিক্ষক আবুজর গিফারী. পূর্ব-চাম্পাফুল স.প্রাবির প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, চাম্পাফুল স.প্রাবির প্রধান শিক্ষক শেখ শাহেদ নওয়াজ, কৃতি অভিভাবক প্রভাষক দীলিপ কুমার সরকার, থালনা স.প্রাবির ম্যানেজিং কমিটির সভাপতি আদিত্য কুমার সরকার, অভিভাবক সতীশ কুমার, অভিভাবক বিমল কর্মকার, কল্পনা সরকার প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মূখার্জী।