বিশ্বের সবচেয়ে বড় হীরের নিলামে উঠল ২৭৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকায়। হীরা বিশেষজ্ঞদের প্রত্যাশার থেকে যা প্রায় ১০০ কোটি টাকা কম। ১৬৩ ক্যারটের হীরার মূল্য হীরা বিশেষজ্ঞদের মতে আরও বেশি হওয়া উচিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৭৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয় এই হীরা।
সুইজারল্যান্ডের জেনেভাতে এই হীরের নিলাম হয়। এই হীরাকে আর্ট অব গ্রিসোগোনো বলা হয়। ক্রিস্টি অটাম জুয়েল অকশনে এর নিলাম হয়।
ক্রিস্টি ইন্টারন্যাশনাল জুয়েলস ডিভিশনের প্রধান রাহুল কাডাকিয়া জানান, ডি কালার-এর এই হীরার রেকর্ড মূল্য ২৭৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ওঠে।
হীরার মধ্যে সবচয়ে উচ্চমানের বলে মনে করা হয় এই ডি গ্রেডেকর হীরাকে। এটি খুবই কম পাওয়া যায়। ২০১৬ সালে আঙ্গোলায় ৪০৪ ক্যারেটের রাফ রক থেকে এই হীরাকে তৈরি করা হয়েছিল। -ডেইলি মেইল।