শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবনে দুর্ধর্ষ বসদস্যু আব্বাস বাহিনীর সাথে র্যাব-৮ এর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়। নিহত দুই সদস্য হলো- ইউসুফ ফকির(৩৪) ও রুহুল আমিন শেখ (৪৮)। এঘটনায় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ১টি দোনালা বন্দুক, ১টি কাটা রাইফেল, ১টি এয়ার রাইফেল, ২টি পাইপগান, ১২৪ রাউন্ড বন্দুকের গুলি, ১টি ছোট ট্রাভেল ব্যাগ, ২টি গুলি রাখার বান্ডুলিয়ার, ৩টি দেশীয় তৈরি রামদা ও ২টি দেশীয় ধারালো রাম দা উদ্ধার করে। র্যাব-৮ এ অধিনায়ক উইং কমান্ডার রাজিব জানান, গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্বাস বাহিনীর অবস্থানের একটি অস্থায়ী আস্তানা সনাক্ত হওয়ার পরে, র্যাব সদস্যরা সুন্দরবনে কাতলার খালে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি আঁচ পেয়ে আব্বাস বাহিনীর সদস্যরা গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি বর্ষন করে। উভয়ের মধ্যে ৪০ মিনিট ব্যাপী বন্দুকযুদ্ধে বনদস্যু আব্বাস বাহিনী দলবল নিয়ে পিছু হটে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে ওই বাহিনীর দুই সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে, তাদের ঠিকানা উদ্ধার করা সম্ভব হয় নি।