আশাশুনি

কাদাকাটিতে গ্রাম আদালতের সেবাসচেতনতা র‌্যালি

By Daily Satkhira

November 17, 2017

আশাশুনি ব্যুরো : আমাশুনি উপজেলার কাদাকাটিতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাদাকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে” স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রনালয়ের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ র‌্যালির আয়োজন করা হয়। ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে কাদাকাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, ইউপি সচিব মনজুরুল ইসলাম, গ্রাম আদালত সহকারী মহেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সুশীল সমাজের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ, দরিদ্র নারী, প্রান্তিক জনগোষ্ঠি, মিত্র তেঁতুলিয়া হাইস্কুলের স্কাউট সদস্যবৃন্দসহ ১৭৫ জন অংশগ্রহনকারী বিভিন্ন প্লাকার্ড ও বাদ্যযন্ত্র সহকারে র‌্যালিতে উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে গ্রাম আদালতের সার্বিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।