শিক্ষা

সাহিত্য বার্ষিকী ‘অরণি’ এর প্রকাশনা উৎসব

By Daily Satkhira

November 17, 2017

প্রেস বিজ্ঞপ্তি : রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাহিত্য বার্ষিকী ‘অরণি’ এর প্রকাশনা উৎসব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পত্রিকার মোড়ক উন্মোচন করেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিদ্যালয় ম্যনেজিং কমিটির সদস্য মো: সামছুর রহমান, ফারহাদীবা খান সাথী, লিয়াকত আলী খান, সৈয়দ রেজাউল হোসেন, রোখসানা পারভিন। পত্রিকা সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বাসার স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয় বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীর সৃজনশীলতা চর্চার অন্যতম মাধ্যম। এর মধ্য দিয়েই একদিন বড় লেখক হয়ে ওঠে শিশুরা। তিনি বলেন, রবীন্দ্রনাথ-শেক্সপিয়রের নাম দুনিয়ার মানুষ জানে, ডাক্তার ইঞ্জিনিয়র হলেই তাকে মানুষ চিনবে না। দেশের জন্য, মানুষের জন্য কাজ করলে তবেই নিজেকে অনেকদিন বাঁচিয়ে রাখা যায়। লেখাপড়ার পাশাপাশি রসুলপুর স্কুলের এই প্রথম পত্রিকা প্রকাশের উদ্যোগের জন্য তিনি প্রধান শিক্ষককে অভিনন্দন জানান।