ফিচার

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্সের ছাদ ঢালাই’র আনুষ্ঠানিক উদ্বোধন

By Daily Satkhira

November 17, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্সের ছাদ ঢালাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে কড়াই থেকে ঢালাই এর নির্মাণ সামগ্রী ঢেলে ছাদ ঢালাই এর উদ্বোধন করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় জেলা প্রশাসক বলেন, বিশ্বমানবের কল্যাণে যাঁরা মানুষের উপকারার্থে জীবন উৎসর্গ করে সত্যের পথ দেখিয়েছেন, যাঁরা ইসলামের প্রচার-প্রসারে আত্মনিয়োগ করেছেন, তাঁদের মধ্যে একজন হলেন খান বাহাদুর আহসান উল্লাহ (রহ.)। তিনি ১৮৭৩ সালে এ জেলার দেবহাটার অন্তগত নলতা গ্রামে জন্মগ্রহন করেছিলেন। তিনি একজন বিশিষ্ট সুফি সাধক, অলি ও কামেল ছিলেন। তারই ক্রয়কৃত মানব কল্যাণে দেওয়া স্মৃতি বিজরিত জমিতে আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্সের কাজ সুন্দরভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে। নির্মাণ কাজে অনেক বাধা প্রদান করা হয়েছে। কিন্তু কারও কোন বাধা আমরা মানবোনা। কারণ আমরা কাগজপত্র ও দলিল এবং নিয়মতান্ত্রিকভাবে নির্মাণ কাজ করছি। এসময় তিনি সুষ্ঠভাবে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে বলে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, অধ্যাপ কাজী মোহাম্মদ অলিউন্ণাহ, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, কোষাধ্যক্ষ আবু দাউদ, কার্যকরী সদস্য আব্দুল খালেক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্সের নির্মাণ সহযোগি মো. আবু শোয়েব এবেল, এজিপি এড. নওশের আলী, টেইলারিং মাস্টার মো. আক্তার হোসেন, নলতা আহ্ছানিয়া মিশনের সদস্য ডা. মো. নজরুল ইসলাম, ডা. মো. আকবর হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. একরামুল রেজা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।