সাতক্ষীরা

ভোমরায় ছুটিতে বেড়াতে আসা পুলিশ ও সেনা সদস্যকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বিজিবি সদস্যরা

By daily satkhira

November 17, 2017

নিজস্ব প্রতিবেদক : ভোমরায় এক সেনা ও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করার পর তাদেরকে বিজিবি ক্যাম্পে নিয়ে আটক রেখেছে বিজিবি’র এক হাবিলদারও গোয়েন্দা সংস্থার এক সদস্য। শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকায় জাহাঙ্গীর মার্কেটের সামনে এ মারপিটের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইনজামামুল হককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাঁখরা গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস বর্তমানে কক্সবাজার সেনা ক্যাম্পে কর্মরত। একই উপজেলার চৌবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইনজামামুল হক পুলিশ সদস্য হিসেবে খুলনায় কর্মরত। রাজু ও ইনজামামুল ছুটিতে বাড়ি আসেন। প্রত্যক্ষদর্শরা জানান, রাজু ও ইনজাজামামুল হক একটি মোটর সাইকেলে এসে শুক্রবার দুপুর ১২টার দিকে ভোমরা বন্দরের জাহাঙ্গীর মার্কেটের পাশে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় গোয়েন্দা সংস্থার (এফএস) সদস্য কাফি ও ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার হায়দার আলী সেখানে আসেন। কাফি কিছুক্ষণ পর ইনজামামুল হকের কাছে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তাতে সন্তুষ্ট না হতে পেরে মাদকাসক্ত ভেবে ইনজামামুল হকের জামার কলার ধরে মারপিট করতে থাকেন কাফি। ইনজামামুল কাফিকেও পাল্টা আঘাত করায় হাবিলদার হায়দার আলীও তাকে মারপিট শুরু করেন। একপর্যায়ে রাজু বিশ্বাস মাটিতে ফেলে দেওয়া তার বন্ধু ইনজামামুল হককে বাঁচানোর চেষ্টা করতে গেলে তিনিও আহত হন। কিছুক্ষণ পর ইনজামামুল হক ও রাজুকে ভোমরা বিজিবি ক্য্যাম্পে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ বিজিবি ক্যাম্প থেকে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরায় নিয়ে যান। পরে মারাত্মক অসুস্থ ইনজামামুল হককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে গোয়েন্দা কাফির সাথে যোগাযোগ করলে তিনি বলেন ভাই বিষয়টি নিয়ে ঝামেলায় আছি পরে কথা বলেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ জানান, ইনজামামুল হককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনার তদন্ত করেছেন। শনিবার বৃহত্তর তদন্ত শেষে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।