ফিচার

ভোমরা বন্দরে বাংলাদেশ-ভারত সংযোগ সড়কের উপর কালভার্ট নির্মাণ কাজ বিএসএফের বাঁধার বন্ধ

By Daily Satkhira

November 18, 2017

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের সংযোগ সড়কের উপর নির্মিত কালভার্টের কাজ বিএসএফের বাঁধার মুখে বন্ধ হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে বাংলাদেশী সীমানায় এ কালভার্টটি ভেঙ্গে যে কোন সময় ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্য্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবির মাধ্যমে বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার বরাবর পত্র পাঠানো হলেও আজও কোন জবাব পাওয়া যায়নি। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি নিরসনের ব্যবস্থা নেয়া হয়েছে, আগামী ১০/১২ দিনের মধ্যে আবারও কাজ শুরু করা যাবে। বন্ধর সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী গন ব্রীজটি দ্রুত পুনঃনির্মান করতে সরকারের কাছে দাবি জানিয়েন। অন্যথায় একদিকে যেমন হাজার হাজার শ্রমিক, কর্মচারী বেকার হয়ে পড়বে, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে। কাস্টমস্ রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেছেন, আমদানি-রপ্তনির পরিমান অর্ধেকে নেমে এসেছে। যে কারনে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। আগামীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুরন নিয়ে উদ্বিগ্ন কাস্টম। মোঃ মুনহ্জুরুল কবির, নির্বহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, মোঃ মুনহ্জুরুল কবির, জানান ভোমরা কানেক্টেট বাইপাস সড়ক সহ ১৭টি কালভার্ট নিমানের কার্যাদেশ গত মার্চ মাসে দেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ রয়েছে। তবে ভোমরা স্থল বন্দরের ওই তিন বেন্টের কালভার্টটি নির্মান করতে দুই মাস লেগে যাবে। জেলা প্রশাসক, সাতক্ষীরা আবুল কাসেম মোঃ মহিউদ্দীন, জানান ভারতীয় বিএসএফের বাঁধার মুখে কাজটি বন্ধ রয়েছে স্বীকার করে জানান, আগামী ১০/১২ দিনের মধ্যে বিষয়টি নিরসন হয়ে যাবে।

গত ৪মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২০৯ কোটি টাকা নির্ধারন করা হয়। সেখানে আদায় হয়েছে, ২১৩ কোটি টাকা টাকা। ৪ কোটি টাকা বেশী আদায় হলেও বর্তমানে রাজস্ব আদায় নিয়ে সংশয় বেঁধে দেখা দিয়েছে।