আন্তর্জাতিক

সফলভাবে মানুষের মাথা প্রতিস্থাপন, দাবি বিতর্কিত বিজ্ঞানীর

By Daily Satkhira

November 18, 2017

সফলভাবে প্রতিস্থাপিত মানুষের মাথা প্রতিস্থাপন করেছেন ইতালির বিতর্কিত শল্যচিকিৎসক সের্গিও কানাভেরো ও চীনা চিকিৎসক রেন শিওয়াপিং। চীনের হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষণাগারে মানুষের মাথা প্রতিস্থাপনে সময় লেগেছে ১৮ ঘণ্টা।

সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় সাংবাদিক সম্মেলন করে কানাভেরো এসব তথ্য দিয়েছেন। কানাভেরো বলেন, এক মানুষের শরীরে অন্য মানুষের মাথা সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে। এক জনের ধড়ে অন্য এক জনের মাথা বসিয়ে মেরুদণ্ড, স্নায়ু এবং ব্লাড ভেসেলগুলি সফলভাবে জুড়ে দেওয়া সম্ভব হয়েছে।

এই পরীক্ষামূলক প্রতিস্থাপন জীবিতদের শরীর ব্যবহার করে হয়নি। এর পরে সেই ধাপের দিকেই তিনি এগোচ্ছেন। কানাভেরো জানান, খুব শীঘ্রই কোনও ব্রেন ডেথ হওয়া ব্যক্তির শরীরে অন্য ব্যক্তির মাথা বসিয়ে প্রমাণ করে দেওয়া হবে, মানুষের মাথা প্রতিস্থাপনও সম্ভব।

চীনা চিকিৎসক রেন শিওয়াপিং গত বছর সফলভাবে বানরের শরীরে মাথা প্রতিস্থাপন করেছিলেন। শিওয়াপিং-কে সঙ্গে নিয়ে কানাভেরো শীঘ্র জীবিত মানুষের মাথা প্রতিস্থাপন করতে চলেছেন।