শিক্ষা

চিনেডাঙ্গা স্কুলে পিইসি পরীক্ষার্থীদের বিদায়

By Daily Satkhira

November 19, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুর ইউনিয়নাধীন চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। শনিবার বেলা ১১ টায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য মোনাজাত আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ঠ ব্যাবসায়ী শেখ শরিফুল ইসলাম পলাশ, আব্দুল গফ্ফার, আছিয়া বেগম, সালমা পারভীন, সোনালী খাতুন, অভিভাবক সদস্য সফিকুল ইসলাম, মিজানুর রহমান, নাসির উদ্দীন, মোস্তফা আলী সহ সকল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। এবছর উক্ত বিদ্যালয় থেকে ৩৭জন ছাত্র-ছাত্রীর পিএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। এদিকে, উক্ত বিদ্যালয়ে ২০১৬-১৭ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় অসহায়, গরিব ও মেধাবী ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।