নিজস্ব প্রতিনিধি : জেলা সম্মেলনের মাত্র কয়েকদিন আগে প্রেস রিলিজের মাধ্যমে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের কোন প্রকার মিটিং ছাড়াই সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ঘোষিত ওই কমিটিতে নাম থাকা সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা জানিয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের একাংশ। শনিবার বিকেলে কলারোয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ ক্যাম্পাসে আয়েজিত সমাবেশ বক্তারা বলেন- ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালামকে কখনো কলেজে ক্যাম্পাসে দেখা-ই যায়নি। এমনকি কলারোয়ার ছাত্রলীগের কোন কর্মসূচিতে এর আগে কখনোই তৎপরভাবে তাকে পাওয়া যায়নি। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসায় সাধারণ নেতাকর্মীরা বিষ্মিত। কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি থেকে সাধারণ সম্পাদক পদে পরীক্ষিত ও নিবেদিত বঙ্গবন্ধুর সৈনিককে দেখতে চায় কর্মীসমর্থকরা। বিক্ষোভ মিছিল-সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঘোষিত নয়া কমিটি সহ.সভাপতি মাসুদ পারভেজ হৃদয়, যুগ্ম সম্পাদক আবিদ হাসান রাসেল, শাহরিয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক অন্তিক ইসলাম প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন ছাত্রলীগ নেতা রেজওয়ান জামিল। এদিকে, শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন স্বাক্ষরিত জেলা শাখা ছাত্রলীগের প্যাডের মাধ্যমে জানা যায়- মেহেদী হাসান ফাহিমকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। ঘোষিত ওই কমিটিতে আছেন- সহ.সভাপতি সবুর হোসেন, মাসুদ পারভেজ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান রাসেল, শেখ শাহারিয়া ইসলাম, শামসুজ্জামান টিটু, সাংগঠনিক সম্পাদক অন্তিক ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ, নাহিদ হাসান ইমরান।