মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সরকারি পলিটেকনিক ইনস্টিটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক দেবাষিস সরদার, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মন্জুরুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, পাউবো’র কর্মকর্তা অপূর্ব কুমার ভৌমিক, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, সাতক্ষীরা টিএন্ডটি’র কর্মকর্তা ইঞ্জিনিয়ার শোকর আনা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা স্কাউটস্ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। শহর বাইপাস দ্রুত নির্মাণ প্রসঙ্গে, বিদ্যুৎ সমস্যার সমাধান, চলাচলের অনুপযোগি রাস্তা-ঘাট সংস্কার, বেড়িবাধ সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে সভায় আলোচনা করা হয়। এ সময় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।