আন্তর্জাতিক ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ কত? ৪৪৪ রান। ইংল্যান্ডের করা এই রেকর্ডই যেখানে এখনও টপকাতে পারেনি কোনো দল, সেখানে দক্ষিণ আফ্রিকান এক ব্যাটসম্যান একাই করলেন ৪৯০ রান!
অবিশ্বাস্য ঠেকলেও ৫০ ওভারের ম্যাচে এমনই এক রেকর্ড গড়েছেন শেন ডেডসোয়েল নামের এক ব্যাটসম্যান। তবে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ক্লাব ক্রিকেটে।
শনিবারের দিনটি আবার ছিল ডেডসোয়েলের ২০তম জন্মদিন। এমন উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারতো!
অবিশ্বাস্য ৪৯০ রানের ইনিংসটি খেলতে ১৫১টি বল খরচ করেছেন ডেডসোয়েল। ২৭ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৫৭টি ছক্কা! সবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তার দল কত রান করেছে! স্বভাবতই সংগ্রহটা হয়েছে নিজের চোখকে অবিশ্বাস করার মত। ডেডসোয়েলের দল তুলে ৩ উইকেটে ৬৭৭ রান।
ওহ, এমন ব্যাটিংয়ের পর কিন্তু বোলিংও করেছেন ডেডসোয়েল। বল হাতে ৩২ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। জন্মদিনের উৎসব বলে কথা!