আশাশুনি

আশাশুনিতে বিশ্ব টয়লেট দিবস পালিত

By Daily Satkhira

November 19, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বিশ্ব টয়লেট দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে র‌্যালি, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নে দিবসটি উদযাপন উপলক্ষে মাড়িয়ালা প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে শেষ হয়। চ্যারিটি ওয়াটার’র অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগীতায় ও সুশীলন’র ওয়াশ প্রকল্পের বাস্তবায়নে স্কুলের হল রুমে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে স্বাস্থ্য সন্মত পরিবেশ রক্ষায় স্বাস্থ্য সন্মত পায়খানা ব্যবহারের গুরুত্ব বিষয়ে ‘বর্জ্য পানির ব্যবস্থাপনা’ এ প্রতিপাদ্য বিষকে সামনে রেখে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইয়াছিন আলী, শিক্ষক শামিমুজ্জামান পলাশ, তৈবুর রহমান, লুৎফর রহমান,রাবেয়া খাতুন, সুশীলনের এফএফ আব্দুর রহিম ও লিটন হোসেন। অপরদিকে, উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালিতে চেউটিয়া এজেএস দাখিল মাদ্রাসা, গদাইপুর, কাপসন্ডা, খালিয়া, পশ্চিম খালিয়া ও ফটিকখালি প্রাথমিক বিদ্যালয় এবং ত্রয়োদশ পল্লী বালিকা বিদ্যালয় ও বাইনতলা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কমিউনিটির জনগনের অংশ গ্রহনে অনুরুপভাবে পৃথক পৃথকভাবে দিবসটি পালন করা হয়। বাইনতলায় প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মনন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। ফটিকখালিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঠাকুর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাজরা ইউপি সদস্য রামপদ সানা উপস্থিত ছিলেন। আশাশুনি সদর ইউনিয়নের খাসেরাবাদে কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কমিউনিটির জনগনের অংশ গ্রহনে ডাঃ হরিপদ মন্ডলের সভাপতিত্বে অনুরুপভাবে দিবসটি পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সাধন সরকার।