কালিগঞ্জ

কালিগঞ্জে গ্রাম্য চিকিৎসকদের সেমিনার

By Daily Satkhira

November 19, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পল্লী চিকিৎসকদের দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতলের আয়োজনে রবিবার সকাল ১০ টায় রোকেয়া মনসুর মহিলা কলেজের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী চিকিৎসক কল্যান সমিতির সভাপতি ডাঃ আব্দুল কাদেরের সভাপতি ও লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতলের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ এস জেড আতিক। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রেডিওলজি কনসালটেন্ট ডাঃ সুতাপা চ্যাটার্জি, ঢাকা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, প্রেসক্লাবরে সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ডাক্তার তপন শর্মা, ডাঃ প্রসাদ কুমার সরকার, ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ডাঃ শোফা মোড়ল, ডাঃ আব্দুল কাদের, ডাঃ আজিজ আহমেদ। এসময় প্রধান অতিথি বলেন, সাবেক সিভিল সার্জন ডাঃ এসজেড আতিক বলেন, বাংলাদেশের মধ্যে চিকিৎসা সেবায় কালিগঞ্জের মানুষরা অনেক এগিয়ে। এ কারণে গ্রাম্য চিকিৎকদের আরও বেশী যত্মবান হয়ে রোগীদের সেবা দিতে হবে। মানুষ এখন আর টাকা পয়সার দিকে মায়া করে না ভাল ডাক্তার ঁেখাজে।