পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সংবাদ প্রকাশের পর অবশেষে দখলমুক্ত হলো সরকারি অডিটোরিয়াম শহীদ এম,এ গফুর মিলনায়তন। পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে ১৯৭৯ সালে সরকার সাবেক এমএনএ শহীদ গফুরের নামকরণে একটি অডিটোরিয়াম নির্মাণ করেন। যা পাইকগাছায় শহীদ এম,এ গফুর মিলানয়তন নামে পরিচিত। বেশ কিছুদিন ধরে উক্ত মিলনায়তনটি একটি ক্লাব, আবাসিক ও ভ্যান চার্জের দোকান হিসেবে ব্যবহার হয়ে আসছিল। নির্বাহী অফিস সহ সকল অফিস সংলগ্ন মিলনায়তনটি কারোর নজরে আসেনি। অবশেষে পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়ে-চড়ে বসে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ-উল-মোস্তাকের নির্দেশে মিলনায়তনটি দখলমুক্ত হয়েছে। এ ঘটনায় একটি মহল ব্যাপক দৌড়ঝাপ শুরু করেছে। তারা পুনরায় মিলনায়তনটি দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ-উল-মোস্তাক জানান, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের। পুনরায় বেদখল হওয়ার কোন সুযোগ নাই। মিলনায়তন দখলমুক্ত হওয়ায় এলাকার জনগণ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।