কালিগঞ্জ

ভাড়াশিমলায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

By daily satkhira

October 20, 2016

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউপির প্রধান সড়ক সংলগ্ন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় ১৯ অক্টোবর বুধবার দুপুর দেড়টায় প্রতিবন্ধীদের আয়বর্ধনমূলক কাজে সহায়তা দান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শিমুল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, কালিগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি.এম সাইফুল ইসলাম। রূপান্তর সংস্থার কর্মকর্তা মো. হুমায়ন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান শিমুল, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফুর গাজী, সাংবাদিক আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, তরিকুল ইসলাম লাভলু, মোদাচ্ছের হোসেন জান্টু, মামুন, ফারুক হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শাহানিমা, কর্মকর্তা মো. মোহর আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথির জন্য প্রস্তুতকৃত মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মো. মঈনুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুল্লাহ বাশার এবং গীতা পাঠ করেন সন্তোষী তরফদার। অনুষ্ঠানের মাঝে বিদ্যালয়ের অটিজম শিশুরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে। বক্তাগণ-প্রতিবন্ধীদের সমাজের বোঝা বা প্রতিবন্ধী নামক কষ্টদায়ক শব্দদ্বারা তাদেরকে না ডেকে অন্যভাবে সমাজে তাদের পরিচয় তুলে ধরা, তাদেরকেও সরকারী-বেসরকারী সম্মিলিত প্রচেষ্টায় সমাজে অন্যদের মতো সমান সুযোগ-সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যার যার অবস্থান থেকে সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ সেহারা গ্রামের প্রতিবন্ধী আলমগীরের পিতা ও অন্য একজন প্রতিবন্ধীর মাঝে বিভিন্ন মালামালসহ সু-সজ্জিত দুটি দোকান ভ্যান এবং উপজেলার তেঁতুলিয়া গ্রামের রিফাত হোসেন, ছনকা গ্রামের অভিজিৎ দাশ দেবহাটা উপজেলার সেকেন্দারা গ্রামের আবুল কালাম প্রত্যেককে একটি করে দামী হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার মহৎপুর গ্রামের সাবেক জনতা ব্যাংক ব্যবস্থাপক শেখ আনোয়ার হোসেন অনুষ্ঠানে প্রতিবন্ধীদের কল্যাণে ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।  এদিকে উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পূর্বে  কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম, তারালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদসহ অন্যান্য প্রভাষকবৃন্দ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে ব্যক্তিগত প্রয়োজনে স্থান ত্যাগ করেন।