ভিন্ন স্বা‌দের খবর

৭ বছরের শিশু যখন বিজ্ঞানী!

By Daily Satkhira

November 20, 2017

মাত্র ৭ বছর বয়সেই স্নায়ুবিজ্ঞানী হয়ে আলোড়ন সৃস্টি করেছেন এক মার্কিন কন্যা শিশু। তার নাম অময় আনতুনেত। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় থাকেন তিনি। তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তিন বছর বয়স থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ তার। বাবা দেভেন অ্যান্টোনিও শেফাড্রের গবেষণাগারটিতে তখন থেকেই তার অবাধ যাতায়াত।

বিজ্ঞানের প্রতি অময়ের ভালোলাগার একটি ভিডিও ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বাবা। যেখানে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ এতে লাইক দিয়েছে এবং মন্তব্য করেছে।

বাবা দেভেন অ্যান্টেনিও শেফার্ড বলেন, আমি চাই, মেয়ে যা করতে পছন্দ করে, সে তা-ই করুক। সে যদি রাধুঁনি হতে চাইতো তাহলে আমি তাকে রান্না শেখার ব্যাপারে সহায়তা করতাম। সে যেহেতু বিজ্ঞান পছন্দ করে তাই আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি তাকে সহায়তা করি।

বিজ্ঞানের প্রতি আগ্রহের কারণ জানতে চাইলে অময় বলেন, বিজ্ঞান এমন একটি চমৎকার বিষয় যেটা থেকে সবসময় নতুন কিছু শেখার থাকে। বিজ্ঞান সবসময়ই পরিবর্তনশীল এবং আমিও ব্যক্তিগতভাবে এই পরিবর্তনকে সমর্থন করি। সূত্র: বিবিসি