নিজস্ব প্রতিনিধি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর ইংরেজী বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সমাজ সেবামূলক (Community Service) কাজে উদ্ভুদ্ধ করার লক্ষে আজ সোমবার দুপুরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাস্তার দু- পাশের ময়লা আবর্জনা পরিস্কার করার উদ্ব্যোগ নেওয়া হয়। উক্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এইচ.এম.মনজুর মোরশেদ বলেন, এটি একটি প্রশাংসনীয় কাজ। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সচেতন মূলক কাজ করে তখন সাধারণ মানুষ সচেতন হবে আর তারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে। উদ্যোগটির মূল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইংরেজী বিভাগরে বিভাগীয় প্রধান মোজাফ্ফার হোসেন। এই উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রবিউল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এস.এম. মনিরুল ইসলাম, সিনিয়র সহকারি পরিচালক ড. মো: আলাউদ্দীন সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।