ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : ইন্টারনেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে অগ্রগতি সংস্থার আয়োজনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা অফিসার্স ক্লাবে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান। অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোজারুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, দৈনিক পত্রদূত’র কৃষ্ণনগর ইউনিয়ন প্রতিনিধি সহকারী শিক্ষক আফজাল হোসেন প্রমুখ।অগ্রগতি সংস্থা’র বাস্তবায়নে এবং টেরেডেস হোমস নেদারল্যান্ড এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় প্রকল্প সংক্রান্ত মতবিনিময় সভায় প্রকল্প পরিচিতি তুলে ধরেন অগ্রগতি সংস্থা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবব্রত অধিকারী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, সহ-সভাপতি জিএম মামুন, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ন চন্দ্র চক্রবর্তী রাজিব, সিনিয়র সাংবাদিক প্রভাষক মনিরুজ্জামান মহাসীন, কাজী আল মামুন, আব্দুল করিম মামুন হাসান, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক ইলাদেবী মল্লিক, সাজেদুল হক সাজু, আশেক মেহেদী, আব্দুল মাজেদ, জামাল উদ্দীন, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম, কমিউিনিটি লিয়াজো অফিসার মিজানুর রহমান, কাউন্সিলর লতিকা রাণী ঘোষ প্রমুখ।