শ্যামনগর

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণ দাবিতে ২ কাঁকড়া শিকারী অপহরণ

By Daily Satkhira

November 22, 2017

শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী সংলগ্ন তালপট্টী বড় খাল নামক স্থান থেকে মুক্তিপনের দাবীতে দুই কাঁকড়া শিকারীকে অপহরণ করেছে জোনাব বাহিনীর সদস্যরা। জানাযায় অপহৃত কাঁকড়া শিকারীরা হলো উপজেলার ভেটখালী নতুনঘেরী গ্রামের পরিমল মন্ডলের পুত্র কৃষ্ণপদ মন্ডল (৩৭) এবং কালিঞ্চি গ্রামের নুরালী গাজীর পুত্র মনিরুল গাজী (৩১)। জঙ্গল থেকে ফিরে আসা কৃষ্ণপদ মন্ডলের সঙ্গী উপজেলার কালিঞ্চি গ্রামের মৃত ছমির গাজীর পুত্র আবুল কালাম ও একই গ্রামের নুরালীর পুত্র নুরুজ্জামান জানায়, তারা তিনজন কৈখালী ষ্টেশন থেকে পাশ করে তালপট্্রী বড় খাল ও হলদেবুনিয়া এলাকায় কাঁকড়া শিকারে যায়। সোমবার দুপুর দেড়টার দিকে জোনাব বাহিনীর ৬ জন সদস্য তাদেরকে অপহরন করে এবং ৫০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে কৃষ্ণপদ মন্ডলকে রেখে বাকী ২ জনকে ছেড়ে দেয়। অপরদিকে গত ১০ দিন পূর্বে একই স্থান থেকে জেনাব বাহিনীর সদস্যরা ১ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে কালিঞ্চি গ্রামের নুরু গাজীর পুত্র মনিরুল (৩০) কে অপহরণ করে। মনিরুলের পরিবার সূত্রে জানা যায়, অদ্যাবধি সে ফিরে আসেনি। ফিরে আসা কাঁকড়া শিকারী নুরুজ্জামান ও আবুল কালাম আরো জানায়, বনদস্যুরা জোনাব বাহিনীর সদস্য এবং এদের মধ্যে কালিঞ্চি গ্রামের আরশাদ শেখের পুত্র বনদস্যু হযরত আলীকে তারা চিনতে পারে। এ ঘটনায় কৈখালী স্টেশন কর্মকর্তা মিঠু তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ তার কাছে আসেনি।