কলারোয়া

কলারোয়ায় পিইসি পরীক্ষা কেন্দ্রে চেয়ারম্যানের হাতে হল সুপার লাঞ্ছিত !

By Daily Satkhira

November 22, 2017

আব্দুল জলিল : চেয়ারম্যানের কথামত পরীক্ষা না নেওয়ায় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের হাতে হল সুপার তাহের মাহমুদ সোহাগ লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হলেও কোন প্রতিকার পাননি হল সুপার। মঙ্গলবার সকালে সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর হাইস্কুল কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। হল সুপার তাহের মাহমুদ সোহাগ জানান, মঙ্গলবার পিইসি পরীক্ষার পরিবেশ ও পরিচিতির পরীক্ষা চলছিল। কলারোয়া উপজেলা চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের মেয়ে পিইসি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে চেয়ারম্যান জোরপূর্বক ঠুকে পড়ে। ডিউটিরত শিক্ষকদের তিনি তার কথামত পরীক্ষা নেওয়ার জন্য বলে। এ সময় শিক্ষকরা হল সুপারের সাথে কথা বলতে বলেন। হল সুপার সেখানে উপস্থিত হলে চেয়ারম্যানের কথা রাখতে অপারগতা প্রকাশ করায় মোবাইলে কথা বলতে নিষেধ করায় চেয়ারম্যান তাকে লঞ্চিত করে। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনাটি তিনি সাথে সাথে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। চন্দনপুর হাইস্কুলের শিক্ষক আনছার আলি জানান, চেয়ারম্যানের মেয়ে পরীক্ষা দেওয়ায় তিনি হলের ভিতর ঢুকে মোবাইলে কথা বলছিলেন এসময় হল সুপার তাকে মোবাইল ফোনটি শ্রেণিকক্ষের বাহিরে যেয়ে কথা বলতে বলায় তাকে লাঞ্চিত করে চেয়ারম্যান। চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কোন কথা বলবো না সব ইউএনও সাহেব ঘটনাটি জানেন আপনি তার সাথে কথা বলেন। কলারোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিরা পারভীন বলেন দুই জনের মধ্যে কথাকাটি হয়েছিল আমার মাধ্যমে সেটি মিমাংসা হয়ে গেছে।