কলারোয়া

কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

By Daily Satkhira

November 22, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। ‘সবার জন্য সবসময়’ -স্লোগানে বুধবার বেলা ১২টার দিকে প্রাইমারি স্কুল গেটের পাশে মালেকা টাওয়ারে ব্যাংকটির শাখার পথচলা শুরু হয়। এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৮বছর বয়সী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৬৬তম এ শাখার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো.আলী। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়- ‘ব্যাংকটির এই শাখার একজন গ্রাহক দেশের এখন পর্যন্ত ১৬৬টি শাখারও গ্রাহক। গ্রাহক তার চেক বইয়ের মাধ্যমে দেশের যেকোন শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন আবার টাকা জমা দিতেও পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি ও সফটওয়ারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে এগিয়ে চলেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘গ্রাহকদের সেবা নিশ্চিতকরণে ব্যাংকটি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। বর্তমানের বিশ্বায়নের যুগে তাৎক্ষনিক সেবা প্রদানে অন্যান্য ব্যাংকের চেয়ে এগিয়ে থাকবে বলে বিশ্বাস করি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক, জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আবুল বাশার, ব্যাংকটির জেএসডি প্রধান নজরুল ইসলাম ও ব্যবস্থাপক মনিরুল ইসলাম । এসময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, ইউনুস আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, মাওলানা আব্দুল বারি, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশসহ শিক্ষানুরাগী, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলোয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা আঞ্চলিক প্রধান আব্দুর রশীদ।