ফিচার

তারেক রহমানের জন্মবার্ষিকীতে জেলা কৃষক দলের কেক কাটা অনুষ্ঠান

By Daily Satkhira

November 23, 2017

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক দলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কাটিয়াস্থ হালিমা খাতুন শিশু সদন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ সানা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম সাবেক চেয়ারম্যান, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুুলবুল, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জেলা কৃষকদলের সহ-সভাপতি ইসমাইল বাবু, হাসান শাহরিয়ার রিপন, সদর থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, সদর থানা কৃষক দলের সদস্য সচিব আবু জাহেদ, পৌর কৃষক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মাসুম রাজ, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের সভাপতি আলী শাহীন, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মধু, রেজাউল ইসলাম, রফিকুল, সাব্বির, সুমন, সাইদ, শরিফুল, একরামুল, সাজ্জাত হোসেন লাল্টুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, তারেক রহমান বিএনপির তারুন্যের অহংকার, বাঙালী জাতীর অহংকার। তিনি আর কেউ নন তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে। বক্তারা আরো বলেন, তারেক রহমান যাতে বাংলাদেশের মাটিতে আসতে না পারে সেজন্য তাকে বিভিন্ন মামলা দিয়ে রেখেছে। কিন্তু এভাবে হামলা- মামলা দিয়ে তারেক রহমানকে সারা জীবন বাইরে রাখা যাবে না। সে এদেশেরই সন্তান এবং সে যেকোনো সময় বাংলার মাটিতে আসবে। অনুষ্ঠান শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।