আশাশুনি

গোয়ালডাংগায় খাস জমিতে অবৈধ পাকা স্থাপনা তৈরির অভিযোগ

By Daily Satkhira

November 24, 2017

বড়দল প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজারে সরকারি খাস সম্পত্তিতে অবৈধ পাকা স্থাপনা তৈরীর অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দেখাগেছে, গোয়ালডাংগা বাজারের পুরাতন খেয়াঘাট সংলগ্ন মাছ বাজারে পুর্ব পাশে সরকারি খাস সম্পত্তিতে পাকা দোকান ঘর তৈরী করছে গোয়ালডাংগা গ্রামের ভিশ্বো কুমার বিশ্বাসের পুত্র স্বপন কুমার বিশ্বাস (৪৮)। জানাগেছে, বুধ ও বৃহস্পতিবার দুই দিন ঘর নির্মানের কাজ করছে তিনি। বৃহস্পতিবার সকালে ফকরাবাদ গ্রামের মাখম মন্ডলে পুত্র শুকৃতী মন্ডল সম্পত্তি তার দখলে দাবি করে ঘর তৈরীর কাজে বাধা দিলে কাজ কিছু সময়ের জন্য বন্ধ রেখে পুনরায় আবারও শুরু করে। এ বিয়য়ে স্বপন কুমার বিশ্বাস জানান, এই ঘরটা তৈরী করা আমার খুব দরকার। এ জায়গাটা আমি কিনেছি। পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি কিভাবে কিনলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা দিয়ে কিনেছি। বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান জানান, ঐ সম্পত্তি খাস। পানি উন্নয়ন বোর্পের আন্ডারের সম্পত্তি ওটা। তিনি আরও জানান, পাউবো’র লোক এখানে এসে ঘর তৈরি করতে বলে গেছেন। কমিটির সাধারন সম্পাদক মো. আলিম জানান, আমি ঘর তৈরির ব্যাপারে কিছু যানিনা। স্থানীয়রা জানান, এভাবে গায়ের জোরে যত্রতত্র পাকা স্থাপনা তৈরি করলে বাজারের পরিবেশ নষ্ট হবে। বাজারের অধিকাংশ ব্যাবসায়ীদের বক্তব্য, ডিসিয়ার সাড়া এভাবে অবৈধ ঘর নির্মাণে প্রশাসন বাধা না দিলে ভবিষ্যতে একের পর এক জোর করে অবৈধ ঘর নির্মাণ হতে থাকবে। এতে বাজারের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটবে। যেখানে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।