জাতীয়

চিরনিদ্রায় শায়িত হলেন বারী সিদ্দিকী

By Daily Satkhira

November 24, 2017

চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকী। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিল্পীর নিজ হাতে গড়া কার্লি গ্রামের বাউল বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বিকাল সাড়ে তিনটায় নেত্রকোনা জেলা শহরে বারী সিদ্দিকীর লাশবাহী এম্বুলেন্স পৌঁছালে হাজারো ভক্তদের ঢল নামে। বিকাল সাড়ে ৪ টায় প্রিয় শিক্ষাঙ্গণ নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিএনপি, কমিউনিস্ট জাসদসহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মী, জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী, শতদল শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক নেতাকর্মীরা অংশ নেন। পরবর্তীর্তে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করে সাড়ে ৬ টায় রৌহা ইউনিয়নের কারলি গ্রামে নিজ প্রতিষ্ঠিত বাউল বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এসময় বিভিন্ন গ্রামের মানুষ শেষবারের মতো প্রিয় শিল্পীকে এক নজর দেখার জন্য ভীর জমান।

সরকারি কলেজ মাঠে জানাজায় অংশ নেন, বিচারপতি ওয়াবায়দুল হক শাহীন, জেলা প্রশাসক ড, মুশফিকুর রহমান, ঢাকা থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরবর্তীতে নিজ প্রতিষ্ঠিত কারলি গ্রামের বাউল বাড়িতে জানাজায় অংশ নেন যুব ও ক্রীড়া বিষয়ক উপ মন্ত্রী আরিফ খান জয়। এসময় নেত্রকোনা কলমাকান্দা আসনের এমপি ছবি বিশ্বাস ফুলেল শ্রদ্ধা জানান।