দেবহাটা

দেবহাটা উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রা

By daily satkhira

November 26, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সারাদেশের সাথে একযোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত দিবসটি পালিত হয়। শুরুতে উপজেলা চত্বর হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে দেবহাটা থানা মোড়, দেবহাটা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা এবং ডিজিটাল সেন্টারে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সার্বিক সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা আহবায়ক আবু রাহান তিতু, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।