সাতক্ষীরা

জমে উঠেছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন

By daily satkhira

November 27, 2017

মাকছুদ খান : জমে উঠেছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই মুখরিত হচ্ছে ভোমরাস্থল বন্দর। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বন্দর এলাকা। সূত্র প্রকাশ, আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে ২ প্যানেলে ২৫ জন প্রার্থী ও স্বতন্ত্র ২ প্রার্থী রয়েছেন। এদের মধ্যে মন্টু-দেলোওয়ার-পানি ডাক্তার পরিষদে ১৩জন ও কামরুল-মিলন পরিষদের ১২ জন প্রার্থী রয়েছে ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সভাপতি পদে প্রতিন্দ্বিতীতা করছেন পরিতোষ কুমার ঘোষ, ও সহসভাপতি সেলিম হোসেন। উল্লেখ্য কামরুল মিলন পরিষদে সভাপতি পদে কোন প্রার্থী নেই। তবে উক্ত নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হড্ডাহড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছিুক ভোটাররা জানিয়েছেন, নির্বাচনে দিন যত এগিয়ে আসছে ততই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোড় গোড়ায়। কোন কোন ভোটারদের খুজে বের করেও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ নিয়ে বর্তমানে পোস্টারের নগরিতে পরিণত হয়েছে ভোমরাস্থল বন্দর। এদিকে একাধিক সূত্রে জানাগেছে, উক্ত নির্বাচন নিয়ে কিছু মালিকগণ তাদের কর্মচারীদের তাদের পছন্দের প্যানেল ভোট দেওয়ার জন্যও জোর তাগিদ দিচ্ছেন। যদিও ভোট তাদের ব্যক্তিগত পছন্দের বিষয় তারপরও এবিষয়ে মালিকপক্ষ হস্তক্ষেপ করায় অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি যার ভোট সে দিবে, নিজের ইচ্ছামত দেবে। এখানে যে কেউ কোন ধরনের হস্তক্ষেপ না করে। এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জানান, ২টি প্যানেলে ২৫ জন ও স্বতন্ত্র ২জন মোট ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবেন। কোন রকম বাধা বিপত্তি ছাড়াই নির্বাচনী সকল কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে বলে তিনি জানান।