নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন আজ। প্রায় ১৭ বছর পর জেলা ছাত্রলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে ঘিরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র থেকে নেতারা এসে পৌছেছেন সাতক্ষীরায়। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে সাজ সাজ রব। কারা হচ্ছেন আগামী দিনের জেলা ছাত্রলীগের কান্ডারি তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে এক জনসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি তানভীর হুসাঈন সুজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব (অয়ন) এর সঞ্চলনায় জনসভার উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা . আ ফ ম রুহুল হক এমপিসহ জেলার সকল সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনটি বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে অতিক্রম করেছে পথচলার ৬৮ বছর। সংগঠনটি দেশের ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রেখেছেনে। রাজপথে নেতৃত্ব দিয়েছে ঢেলে দিয়েছেন বুকের তাজা রক্ত। সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন অনেকে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের টিকিটিও মাঠে দেখা যায়নি তারাও এখন পদে আসার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দ্বারে দ্বারে। ইতোমধ্যে সভাপতি, সাধারণ পদে ১৯ জন প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক পদে একজন মনোনয়ন ক্রয় করেছেন বলে জানা গেছে। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন, শেখ এহছান হাবীব অয়ন(বর্তমান সাধারণ সম্পাদক), এজাজ উদ্দিন তাপস (বর্তমান কমিটির সহ-সভাপতি), রেজাউল ইসলাম রেজা (বর্তমান কমিটির ৫নং যুগ্ম সাধারণ সম্পাদক), আশিকুর রহমান রহমান আশিক (বর্তমান কমিটির সহ-সভাপতি) ও ফজলে রাব্বি শাওন, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন, মো: ওয়াহিদুজ্জামান টিটু (সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মো: সুমন হোসেন, মো: হাসানুজ্জামান শাওন (সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক), আসীফ শাহবাজ (জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক) ও সৈয়দ সাদিকুর রহমান সাদেক। উল্লেখ্য, বর্তমান সুজন-অয়ন কমিটির সবচেয়ে বড় সাফল্য তারা কোন বড় ধরনের বিতর্কে নিজেদের জড়াননি। পূর্বের কমিটির কথা মাথায় রাখলে এক্ষেত্রে বর্তমান কমিটির ভাবমূর্তি কিছু উজ্জ্বল বটে। গায়ে তেমন কোন দাগ লাগেনি। তবে বর্তমান কমিটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এই কমিটি গঠনের পর আজ পর্যন্ত কার্যনির্বাহী কমিটির একটিও সভা অনুষ্ঠিত হয়নি এবং কমিটির এমন একজন সদস্যও নেই যিনি ১৫১ সদসের্য কিমিটর বাকি ১৫০ জনের সবাইকে চেনেন! কমিটির অথচ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করতে পারেননি তারা। এছাড়া উক্ত কমিটির অধিকাংশ নেতাকর্মীর সাথে একে পরের পরিচয় ঘটেনি বলে অনেকের অভিযোগ রয়েছে। এদিকে, এই সম্মেলনকে সামনে রেখে একের পর এক বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করারও হিড়িক পড়ে যায়। পছন্দের কাউন্সিলর তৈরি এবং অপছন্দের কর্মীদের কাউন্সিলর হতে না দেয়ার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক ছাত্রলীগ নেতা।উল্লেখ্য, এসব কমিটির কোনটিই কোন সম্মেলনের মাধ্যমে করা হয়নি। এতসব কিছুর পরও জেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা আজকের সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের একটি গতীশীল নেতৃত্ব বেরিয়ে আসবে।