ফিচার

টেন্ডারবাজি, চাঁদাবাজি ছাত্রলীগের কাজ না -জেলা ছাত্রলীগের সম্মেলনে আব্দুর রহমান এমপি

By Daily Satkhira

November 28, 2017

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ঐতিহ্যবাহী এ সংগঠনটির ঐতিহ্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পড়ালেখা বাদ দিয়ে শুধু রাজনীতি করলে হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন আগে পড়াশুনা তারপর রাজনীতি। ছাত্রলীগের প্রতিটি কর্মীদের সহনশীল আচরণ করতে হবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি ছাত্রলীগের কাজ না। মঙ্গলবার বিকাল তিনটায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান এমপি এসব কথা বলেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহামান সোহাগ সম্মেলনের শুভ উদ্বোধন করেন। সম্মেলনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হুসাইন সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে গর্বিত। ২০১৩ সালে এই সাতক্ষীরায় সিটি কলেজ শাখার সভাপতি এবিএম মামুনসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছিল জামায়াত শিবির। পরবর্তীতে ছাত্রলীগের বলিষ্ঠ নেতৃত্বে সাতক্ষীরা এখন জামায়াত শিবির মুক্ত জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় চারটি আসনে আওয়ামী লীগের জয়ের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে ছাত্রলীগকে প্রমান করবে তারা রাস্তায় ছিল আছে এবং থাকবে। তিনি আরও বলেন, আজকে এই সম্মেলনের মাধ্যমে যারা কমিটিতে আসবে তারা জামায়াত শিবির মুক্ত সাতক্ষীরা জেলা উপহার দেবে। আগামী নির্বাচনে ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।