সাতক্ষীরা

ধুলিহরে ভাই কর্তৃক লক্ষাধিক টাকার গাছ চুরির ঘটনায় মামলা

By daily satkhira

October 21, 2016

ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে ভাই হয়ে ভাইয়ের লক্ষাধিক টাকার গাছ চুরির ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা সূত্রে প্রকাশ, বালুইগাছা গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র মোঃ মফিজুল ইসলাম(৩৮) তার নিজ সম্পত্তিতে লাগানো ৫টি মেহগনী গাছ কেটে নিজ ব্যবহারের ফার্নিচার তৈরির জন্য ২০ পিচ কাঠের লগ সাইজ করে নিজ বাড়ির উত্তর পাশের্^ সাজিয়ে রাখেন। তিনি ও তার স্ত্রী আত্মীর বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে ভাই আরিফুল ইসলাম (বাবু)(৩২) ও তার সহযোগী মৃত কুতুব উদ্দীন দফাদারের পুত্র জিয়ারত আলী(৩৫) ও জিয়ালা গ্রামের আমির আলীর পুত্র আনছার আলী(৩৪) রক্ষিত ২০ পিচ কাঠের লগ ঘটনার দিন সকালে ইজ্ঞিন ভ্যান যোগে চুরি করে পাশ^বর্তী “স” মিল থেকে সাইজ কাঠ কাটাইয়া জিয়ারত আলীর বাড়িতে রাখে। চুরি যাওয়া কাঠের মূল্য আনুমানিক ১লক্ষ ২০ হাজার টাকা। বিষয়টি বাদী জানতে পেরে উল্লেখিত ব্যক্তিদের কাছে কাঠ চুরির কথা জানতে চাইলে তারা কাঠ চুরির ঘটনা স্বীকার করে । এমনকি  “চুরি করেছি বেশ করেছি পারলে কিছু করিস” এমন আস্বফলনসহ জীবন নাশের হুমকী দিতে থাকে। এ ঘটনায় মফিজুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ চীপ জুডিশিয়াল আদালতে মামলা করেছে। যার নং- সিআরপি-৪৩০। এ ব্যাপারে ইউপি সদস্য শফিকুল ইসলাম কাঠ চুরির ঘটনা স্বীকার করে বলেন, চুরি হয়ে যাওয়া কাঠ এখনও চোরের জিম্মায় রেখেছে তদন্ত কর্মকর্তা। এব্যাপারে তদন্ত কর্মকর্তা এএসআই হালিম জানান, ঘটনাটির তদন্ত চলছে।