ফিচার

সাতক্ষীরার বৈকারী সীমান্তে ৭টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

By Daily Satkhira

November 29, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে সাত পিচ স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে। বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে ১ কেজি ৩৭০ গ্রাম স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। যার মূল্য ৫২ লাখ ৮৬ হাজার ৯৪ টাকা বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় একটি বড় স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে সাত পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছে।