ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের মাঝে উত্তেজনা চলছে। বুধবার গভীর রাতে বঙ্গবন্ধু চত্বরে যুবলীগের একটি গ্রুপ মঞ্চে অগ্নি সংযোগ করে। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ইউএনও’র বাসভবনসহ পাঁচ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে করে গোটা পৌর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে এ ঘটনায় বেলা ১২টা থেকে সম্মেলনস্থল ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ইউএনও মর্জিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুপুরে ১৪৪ ধারা ভেঙে স্থানীয় এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের একটি গ্রুপ। এসময় এমপি নাজিম উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল জানান, এসব অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটতে পারে। এ বিষয়ে নিশ্চতভাবে কিছু বলা যাচ্ছে না। ইতিমধ্যে সম্মেলন স্থগিত করেছে জেলা যুবলীগ।
ইউএনও মর্জিনা আক্তার জানান, সকাল সোয়া ১০টার দিকে তার বাসার পিছনের রাস্তা থেকে কে বা কারা এ পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে করে বাসায় থাকা তার দুই শিশু সন্তানসহ অন্যান্য লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে গৌরীপুর থানার পুলিশ ও ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবন, উত্তর বাজার, সিনেমা হল মোড়, বালুয়া পাড়া মোড়, মধ্যমতরফ মোড়ে কে বা কারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে এমনটি হয়েছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। বোমা নিক্ষেপ কারীদের সনাক্তকরার চেষ্টা চলছে। পেট্রোল বোমায় কেউ আহত হয়নি বলেও জানান ওসি।
প্রত্যক্ষদর্শী ইউএনও’র বাসার কাজের মহিলা সাতুতী গ্রামের নুর ইসলামের স্ত্রী জোহরা খাতুন জানান, সকাল সোয়া ১০টার দিকে বাসার পিছনের দিক থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এরপর আগুন ধরে যায়। জানা যায়, যুবলীগের বর্তমান সভাপতি সানাউল হক ফের সভাপতি প্রার্থী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদও সভাপতি প্রার্থী ছিলেন। দু’জনই সভাপতি প্রার্থী হওয়া সম্মেলনকে ঘিরে বেশ ক’দিন ধরেই ওই দুই গ্রুপে চাপা উত্তেজনা চলছিল। সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল সম্মেলন বক্তা এবং সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।